দক্ষ চালকের সহযোগী হবে ড্রাইভিং প্রশিক্ষক আমির হোসেনের বই

Passenger Voice    |    ১০:৪৪ এএম, ২০২১-০১-১২


দক্ষ চালকের সহযোগী হবে ড্রাইভিং প্রশিক্ষক আমির হোসেনের বই

রাজশাহীতে ‘আদর্শ ড্রাইভিং শিক্ষা ও লাইসেন্স প্রাপ্তির সহজ উপায়’ শীর্ষক গ্রন্থর মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়।

টিটিসির অটোমোটিভ ট্রেডে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক।

অতিথি ছিলেন- টিটিসির উপাধ্যক্ষ আখতারা শাহীন, বরেন্দ্র এক্সপ্রেস সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, টিটিসির চীফ ইন্সট্রাক্টর আবু সালেক, অটোমোটিভ ট্রেড ইনচার্জ গোলাম রাব্বানী।

ইংরেজি ভাষা প্রশিক্ষক বাদশা আলম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইন্সট্রাক্টর ওয়ালিউর রহমান, আরবী ভাষা প্রশিক্ষক মহররম হোসাইন, ড্রাইভিং প্রশিক্ষক আবু বকর ছিদ্দিক ও সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বই প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গ্রন্থটির রচয়িতা ও রাজশাহী টিটিসির মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের প্রশিক্ষক আমির হোসেন। 

‘আদর্শ ড্রাইভিং শিক্ষা ও লাইসেন্স প্রাপ্তির সহজ উপায়’ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে রাজশাহীর বরেন্দ্র প্রকাশনি। দেশের খ্যাতনামা সব বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি।